কোন একটি মুদ্রিত পত্রিকার প্রচ্ছদ তার একটি মূল আকর্ষণ। একেকটি সংখ্যায় এক একটি বিষয় নির্বাচন করে প্রচ্ছদ প্রস্তুত করা হয় এবং সেই প্রচ্ছদের উপরে থাকে বিশেষ বিশেষ কিছু রচনা, যাকে প্রচ্ছদকাহিনী বলা হয়। কিন্তু ই-পত্রিকায় সাধারণত প্রচ্ছদ বলে কিছু হয়না, যেহেতু তার উপস্থাপনের ধরনটা কিছুটা অন্যরকম। কিন্তু আমরা এই প্রচলিত ধারণাটা ভেঙে প্রচ্ছদ এবং প্রচ্ছদকাহিনী নিয়ে চিন্তাভাবনা করতে চেয়েছি। আমাদের প্রথম সংখ্যায় প্রচ্ছদের বিষয়বস্তু হলো হাস্যরস, আজকের পৃথিবীর এক দুর্লভ এবং বিরল বস্তু। হাসি বিভিন্নভাবে লুকিয়ে থাকে, কখনো কান্নার পেছনে, কখনো যুদ্ধবিধ্বস্ত সমরাঙ্গনে, কখনো ক্লেশ নির্বাহিত দৈনন্দিন জীবনে। তাকে খুঁজে নেওয়া আর বুঝে পাওয়ার একটা প্রচেষ্টা আমরা করেছি। সফলতা যখন দূর থেকে হাত নেড়ে যায়, সুস্থির জীবন লাভ যখন দুর্বিষহ হয়ে ওঠে, সেখানে বেঁচে থাকার জন্য নতুন জীবনের আশায় অমলিন হাসি কে খুঁজে পাওয়ার চেষ্টা ঊর্ণপত্রের প্রথম সংখ্যায়।